Sat. Sep 23rd, 2023
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি বাংলাদেশের আনিশা!

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র-নেতৃত্বাধীন সংগঠন অক্সফোর্ড স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আনিশা ফারুক। অক্সফোর্ড বংশোদ্ভূত তিনিই প্রথম বাংলাদেশি যিনি স্পিকার নির্বাচিত হয়েছেন।

তিন ধাপে অনুষ্ঠিত “অক্সফোর্ড স্টুডেন্ট ইউনিয়ন” নির্বাচনে চূড়ান্ত পর্বে আনিশা ফারুক 1529 ভোট পেয়েছিলেন। তিনি মোট ৪৮৯২ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

আনিশার বাবার নাম ফারুক আহমেদ। তিনি অবসরপ্রাপ্ত মেজর। তার গ্রামের বাড়ি ভোলার চর ফ্যাশন উপজেলায়।

উল্লেখ্য যে, অক্সফোর্ড স্টুডেন্ট ইউনিয়ন শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষানীতি প্রণয়ন ও দাবি নিয়েই কাজ করে না, জাতীয় শিক্ষা কারিকুলামের উচ্চ শিক্ষা কারিকুলামে সরকারি নীতি প্রণয়নের ক্ষেত্রেও কাজ করে।

তথ্যসূত্রঃ বাংলাদেশ টাইমস

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি আনিশা বাংলাদেশ!