Sat. Sep 23rd, 2023
বিসিএস প্রিলির জন্য English Literature এর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন!

ইংরেজি সাহিত্যের প্রশ্ন শুধু মাথায় আসে না; এটা নিয়ে বিভ্রান্তিকর প্রশ্ন থাকলে তো কথাই নেই!

ইংরেজি সাহিত্যে কিছু প্রশ্ন আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো প্রায়ই বিভ্রান্তিকর। চলুন জেনে নেওয়া যাক কিছু প্রশ্ন ও উত্তর সৌ “বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস” বইয়ের সৌজন্যে)

1. গ্রীন হেলমেট নামে কবিতা কে লিখেছেন?

= W.B. ইয়েটস

(কিন্তু “হ্যামলেট” উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটি ট্র্যাজেডি)

2. ড্যাফোডিলস কবিতাটি কে লিখেছেন?

= উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ

(কিন্তু ড্যাফোডিলসের জন্য কবিতাটি লিখেছেন – রবার্ট হেরিক)

3. “ফর হুম দ্য বেল টোলস” উপন্যাসটি কে লিখেছেন?

= বায়না হেমিংওয়ে)

(কিন্তু “কার জন্য দ্য বেল টোলস” কবিতাটি জন ডনের লেখা)

4. “ইউলিসেস” উপন্যাসটি কে লিখেছেন?

= জেমস জয়েস (কিন্তু “ইউলিসিস” কবিতা লিখেছেন – লর্ড টেনিসন)

5. Preface to Shakespeare (সমালোচনা) এর লেখক কে?

= স্যামুয়েল জনসন

. “প্রমিথিউস আনবাউন্ড” কে লিখেছেন?

– পিবি শেলির গীতিমূলক নাটক (কিন্তু “প্রমিথিউস বাউন্ড” এশিলাসের একটি নাটক)

. “দ্য লাইট হাউস” উপন্যাসটি কে লিখেছেন?

= এডগার অ্যালান পো (কিন্তু “টু দ্য লাইট হাউস” ভার্জিনা উলফের একটি উপন্যাস)

. “দ্য ম্যারেজ অফ হেভেন অ্যান্ড হেল” এর লেখক কে?

= উইলাম ব্লেক (কিন্তু “স্বর্গ এবং পৃথিবী” লর্ড বায়রনের একটি কবিতা। তিনি “ম্যারেজ অ্যান্ড মোরালস” নামে একটি বিখ্যাত বইও লিখেছেন – দার্শনিক বার্ট্রান্ড রাসেল। এই বিখ্যাত বইটির জন্য তিনি 1950 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান)।

9. উইলিয়াম শেক্সপিয়ার, অ্যান্টনি এবং ক্লিওপেট্রার লেখক (কিন্তু জিবি শ, “সিজার এবং ক্লিওপেট্রা” লেখক)

10. Ozymandias কোন ধরনের কবিতা, P.B এর লেখা একটি কবিতা? শেলি?

= সনেট

11. কোন বিখ্যাত লেখক একই সাথে পুলিৎজার এবং উপন্যাস পুরস্কার জিতেছেন?

= উইলিয়াম ফকনার

12. কোন বিখ্যাত লেখক একই সাথে অস্কার এবং উপন্যাস পুরস্কার জিতেছেন?

= জি.বি. শ

গাজী মিজানুর রহমান

*** ৩৫তম বিসিএস ক্যাডার