Table of Contents
Behaya Song Details:
Behaya Song Lyrics is from the movie Ekannoborti. Behaya Song has been sung by Lagnajita Chakraborty. Music composed by Mainak Mazoomdar. Lyrics written by Nilanjan Chakraborty. Behaya Song Lyrics. Behaya Lyrics. Behaya Song Lyrics Bangla. Behaya Song Lyrics From Ekannoborti. Amader golpo gulo song lyrics.
Amader golpo gulo olpo somoy lyrics.
বেহায়া গানটি হল একান্নবর্তী সিনেমার গান। গানটি গেয়েছেন লগ্নজিতা চক্রবর্তী। সুরকার হলেন মৈনাক মজুমদার। কথা লিখেছেন নীলাঞ্জন। বেহায়া গানের লিরিক্স।
Song: Behaya
Film: Ekannoborti
Singer: Lagnajita Chakraborty
Composer: Mainak Mazoomdar
Lyrics: Nilanjan Chakraborty
Starring: Alaknanda, Aparajita, Sauraseni, Ananya, Mainak
Behaya Song is from the movie Ekannoborti. Behaya Song has been sung by Lagnajita Chakraborty.
Aro Ekbar Cholo Fire Jai Lyrics (আরো একবার চলো ফিরে যাই) – Rupam Islam
Behaya Song Lyrics In Bangla
আমাদের গল্পগুলো
অল্প সময় ঘর পাতালো
তারপর পথ হারালো
তোমায় আমায় নিয়ে
আগে যদি বুঝতো তারা
মনের নদীর তল পাবে না
বেহায়া মুখ পোড়াতো
অন্য কোথাও গিয়ে (×২)
আমাদের গল্পগুলো…
আমাদের গল্পগুলো
এক লাফেতেই আকাশ ছোঁয়া
আসমানী রং মাখতো
জাদুর ছড়ি দিয়ে
বোবা সব মুহূর্তদের
শুনতো কথা চুপটি করে
বলে নাকি ঘর বানাবে
রামধনুদের নিয়ে
আমাদের গল্পগুলো…
আমাদের গল্পগুলোর লাগাম ছাড়া স্বপ্ন ছিল
ভোরে তার চকচকে রোদ, বৃষ্টি ছিল রাতে
একখানা জাহাজ বাড়ি, সেখান থেকেই ঝর্ণা শুরু
কথা ছিল দুজন মিলেই স্বপ্ন দেখব তাতে
আমাদের ইচ্ছে ছিল
হারিয়ে যাব ইচ্ছে করেই
নিজেদের মন ভাঙব
নিজেই নেব জুড়ে
জীবনের নতুন বানান
লিখব দুজন আজীবনে
প্রেমে রোজ শব্দ বসুক
খামখেয়ালের সুরে
আমাদের গল্পগুলো…
আমাদের গল্পগুলো
অল্প সময় ঘর পাতালো
তারপর পথ হারালো
তোমায় আমায় নিয়ে
আগে যদি বুঝতো তারা
মনের নদীর তল পাবে না
বেহায়া মুখ পোড়াতো
অন্য কোথাও গিয়ে
বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে…
Behaya Song Lyrics In English
Our stories
The house was empty for a short time
Then lost the way
You take me
If they had understood before
The mind will not find the bottom of the river
Behaya used to burn his face
Going elsewhere (× 2)
Our stories …
Our stories
Touch the sky in one jump
The sky was blue
With the magic wand
Dumb all moments
He listened in silence
Or build a house
With the rainbows
Our stories …
Our stories were dreams without restraint
In the morning its bright sun, rain was night
A ship house, the fountain starts from there
It was said that the two of them would dream together
We wanted to
I want to get lost
I will break my mind
I will cover myself
New spell of life
I will write two for life
Let the word rose in love
In a whimsical tone
Our stories …
Our stories
The house was empty for a short time
Then lost the way
You take me
If they had understood before
The mind will not find the bottom of the river
Behaya used to burn his face
Going somewhere else
I used to burn my face and go somewhere else …
Amader golpo gulo Lyrics:
Amader golpo gulo
Alpo somoy ghor patalo
Tarpor poth haralo
Tomay amay niye
Agey jodi bujhto tara
Moner nodir tol pabe na
Behaya mukh porato
Onno kothao giye
Amader golpogulo
Ek lafetei akash chowa
Ashmani rong makhto
Jadur chori diye
Boba shob muhurtoder
Shunto kotha chupti kore
Bole naki ghor banabo
Ramdhanuder niye