Sat. Sep 23rd, 2023
Ei Bristi Veja Raate Song Lyrics

Ei Bristi Veja Raate Lyrics by Artcell

Ei Bristi Veja Raate Lyrics Sung by George Lincoln D’Costa from Artcell Band. Ei Brishti Bheja Raate Song Lyrics In Bengali Written by Lincoln.

Song : Ei Bristi Veja Raate
Singer : George Lincoln D’Costa
Band Name : Artcell

হাঁদা ও ভোঁদা ফুল মুভি (২০১০) | Handa and Bhonda Full HD Movie Watch

Ei Bristi Veja Raate Song Lyrics In Bengali

এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে
সময় আমার কাটে না,
চাঁদ কেন আলো দেয় না?
পাখি কেন গান গায় না?
তারা কেন পথ দেখায় না?
তুমি কেন কাছে আসো না?

সমুদ্রের ঝড়ো হাওয়া বলে
তারা তোমাকে চায়,
তারা তোমাকে চায়,
পাখি মৃদু কন্ঠে বলে
তারা তোমাকে চায়,
তারা তোমাকে চায়..

এই শরতেরই সন্ধ্যায় তুমি নেই বলে
সময় আমার কাটে না,
কাশফুল কেন ফোটে না?
ছুঁয়ে ছুঁয়ে যায় না,
মেঘের ভেলায় ভাসেনা
ভেসে তুমি কেন আসো না?

ঝরে যাওয়া সব অশ্রু বলে
তারা তোমাকে চায়,
তারা তোমাকে চায়,
হৃদয়ে যত অনুভূতি আছে
তারা তোমাকে চায়,
তারা তোমাকে চায়..

এই বসন্তেরই সন্ধ্যায় তুমি নেই বলে
সময় আমার কাটে না,
এ পৃথিবী হাসে না
হৃদয়ে দোলা দেয়না,
আবেশে জড়ায়না
তুমি কেন কাছে আসোনা?

এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে
সময় আমার কাটে না,
চাঁদ কেন আলো দেয় না?
পাখি কেন গান গায় না?
তারা কেন পথ দেখায় না?
তুমি কেন কাছে আসো না?

এই বৃষ্টি ভেজা রাতে লিরিক্স – আর্টসেল ব্যান্ড

Ei bristi bheja raate tumi nei bole
Shomoy amar kaate na
Chad keno alo dey na
Pakhi keno gaan gay na

Tara keno poth dekhay na
Tumi keno kache aso na
Shomudrer jhoro hawa bole

Tara tomake chay
Tara tomake chay
Pakhi mridu konthe bole
Tara tomake chay

এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে লিরিক্স