Wed. Oct 4th, 2023
Ei To Hethay Kunja Chhayay Lyrics

Ei To Hethay Kunja Chhayay Lyrics by Kishore Kumar

Ei To Hethay Kunja Chhayay Song Is Sung by Kishore Kumar And Ruma Devi from Lukochuri Bengali Movie. Ei To Hethay Kunja Chhayay Lyrics Written by Gauriprasanna Mazumder.

এই তো হেথায় কুঞ্জ ছায়ায় গানটি গেয়েছেন কিশোর কুমার ও রুমা দেবী। গানটি হলো লুকোচুরি সিনেমার গান গানটির সুর দিয়েছেন হেমন্ত মুখার্জী। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় গানের লিরিক্স লিখেছেন গৌরীপ্রসন্ন মজুমদার।

Lukochuri Bengali Movie Cast : Kishore Kumar, Anita Guha, Mala Sinha, Anoop Kumar, Asit Kumar Sen, Rajlakshmi Devi And Others.

Song : Ei To Hethay Kunja Chhayay
Film Name : Lukochuri
Singer : Kishore Kumar & Ruma Devi
Music Director : Hemanta Mukherjee
Lyricist : Gauriprasanna Mazumder
Directed by : Kamal Majumdar
Cover Credit : Samriddhi X Rahul

Achena Boishakh Lyrics By Naboborsho Special Song

Ei To Hethay Kunja Chhayay Song Lyrics In Bengali 

এই তো হেথায় কুঞ্জ ছায়ায়
স্বপ্ন মধুর মোহে,
এই জীবনে যে কটি দিন পাবো
তোমায় আমায় হেসে খেলে,
কাটিয়ে যাবো দোঁহে
স্বপ্ন মধুর মোহে।

কাটবে প্রহর তোমার সাথে
হাতের পরশ রইবে হাতে,
রইবো জেগে মুখোমুখি
মিলন আগ্রহে,
স্বপ্ন মধুর মোহে।

এই বনেরই মিষ্টি মধুর
শান্ত ছায়া ঘিরে,
মৌমাছিরা আসর তাদের
জমিয়ে দেবে জানি,
গুঞ্জরনের নীড়ে আসর
জমিয়ে দেবে জানি।

অভিসারের অভিলাষে
রইবে তুমি আমার পাশে,
জীবন মোদের যাবে ভরে
রঙের সমারোহে,
স্বপ্ন মধুর মোহে।

এই তো হেথায় কুঞ্জ ছায়ায়
স্বপ্ন মধুর মোহে,
এই জীবনে যে কটি দিন পাবো
তোমায় আমায় হেসে খেলে,
কাটিয়ে যাবো দোঁহে
স্বপ্ন মধুর মোহে।

এই তো হেথায় কুঞ্জ ছায়ায় লিরিক্স – কিশোর কুমার ও রুমা দেবী :

Ei to hethay kunjo chayay
Shopno modhur mohe
Ei jibone je koti din pabo
TOmay amay hese khele
Katiye jabo dohe

Shopno modhur mohe
Katbe prohor tomar sathe
Haater porosh roibe haate
Roibo jege mukhomukhi
Milon agrohe