Wed. Oct 4th, 2023
Eka Beche Thakte Shekho Prio Lyrics - একা বেঁচে থাকতে শেখো প্রিয়

Eka Beche Thakte Shekho Prio Lyrics by Aseer Arman :

Eka Beche Thakte Shekho Prio Song is Sung by Aseer Arman Bangla Song from Shobchup Episode 4.

Song : Eka Beche Thakte Shekho Prio
Vocal & Lyricist : Aseer Arman
Venue Partner : Hotel Tropical Daisy
Art Partner : Creato Cell
Label : Imagine Radio

Tomay Hrid Majhare Rakhbo Lyrics (তোমায় হৃদ মাঝারে রাখবো) Folk Song

Eka Beche Thakte Shekho Prio Lyrics In Bengali :

একা বেঁচে থাকতে শেখো প্রিয়
তোমার নামে শিরনি দিয়েছি, তারার মাজারে।
আশা রাখি সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি
আমার নিরাগ লাগে ভারি,
কবে ছোঁবো সাদা শাড়ি ?

আমায় নিয়ে আর ভেবোনা আরাম প্রিয়,
মনে স্বস্তি জেনো, শুধুই ফুর্তি মেনো।
দোলনচাঁপার মৌসুমে আমি টানছি ইতি এবার,
তোমার বদ্ধ ঘরে শোবার স্বভাব না করেছি ক’বার ?

তোমায় কে দিয়েছে নিকষকালো রাতের যোগান?
তোমায় কে দিয়েছে নিকষকালো রাতের যোগান?

একা বেঁচে থাকতে শেখো প্রিয়
তোমার নামে শিরনি দিয়েছি, তারার মাজারে।
আশা রাখি সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি
আমার নিরাগ লাগে ভারি,
কবে ছোঁব সাদা শাড়ি ?

আমায় নিয়ে আর ভেবোনা, আরাম প্রিয়
মনে স্বস্তি জেনো, শুধুই ফুর্তি মেনো,
দোলনচাঁপার মৌসুমে আমি টানছি ইতি এবার,
তোমার বদ্ধ ঘরে শোবার স্বভাব না করেছি ক’বার ?

তোমার মনের গতি…
তোমার মনের গতি রাতের দূরপাল্লার গাড়ি,
আমি ধরতেও না পারি, আমি ক্যামনে যাবো বাড়ি।
টিকিট কেটে রেখেছিলাম যাত্রা সময় ভুলে
এখন ইষ্টিশনে বেজায় অন্ধকার।

তোমায় কে দিয়েছে নিকষকালো রাতের যোগান?
তোমায় কে দিয়েছে নিকষকালো রাতের যোগান?

একা বেঁচে থাকতে শেখো প্রিয় লিরিক্স :

Eka benche thakte shekho priyo
Tomar naame shirni diyechi tarar majare
Asha rakhi sustho hoye uthbe taratari
Amar nirag laage bhari kobe chobo sada shari

amay niye aar vebona aaram priyo
Mone soshti jeno sudhui furti meno
Dolonchapar mousume aami tanchi iti ebar

Tomar bondho ghore shobar sobhab na korechi kobar
Tomay ke diyeche nikoshkalo raater jogan
Eka beche thakte sekho priyo