Kotodur Lyrics by Adverb Band
Kotodur Lyrics by Pranto williwaw from Purbapor Adverb Bangla Band Album. Music Mix And Mastering by Shafiqul Islam. This Video song directed by Mazharul Islam Shaikot And Edited by Lalien Islam.
Song : Kotodur
Album : Purbapor
Band Name : Adverb
Vocal : Pranto Williwaw
Guitar : Abbasi Linkon & Rex Abaddon
Bass : Tuhin pandit
Drum : Sohag Chakroborty
Belashuru Lyrics (বেলাশুরু) By Kabir Suman
Kotodur Song Lyrics In Bengali
কতদূর যেতে চাও বলো
কতোটা সীমানা পেরিয়ে?
জানো কি তুমি মনের কাছে
দূরত্ব কিছু নয়।
আমায় আর কতোটা বোঝাবে ?
জানি আজো কথা হেসেই ওড়াবে।
তবু কেন জানি অপারগ আমি,
পড়ে থাকি তোমার মাঝে।
তুমি যে ব্যবধান বলো
আমার কাছে তা বড্ড ঠুনকো লাগে।
হয়তো অন্ধ বলতে পারো
আমি তুমি ছাড়া কিছু দেখছি না যে।
মনের চিলেকোঠায় প্রেমের ঝাঁক
মেঘের গায়ে চোখ বোনে বৃষ্টির আবাদ।
নেই আর কিছু বলা বাকি
এখন নগদে যা আসে চেপে রাখি।
পড়ে প্রশ্নরা ঝাঁক বেঁধে ঝুঁকে
উত্তরে বোবা।
আমি রোজ বলি তুমি মুখ ফেরাও
মনে হয় এড়িয়ে যেতে চাও।
তবু কেন যে পারি না সরে যেতে
নামে না স্থবিরতা।
জানো কি তুমি ?
মনের কাছে দূরত্ব কিছু নয়।
তবু কেন জানি অপারগ আমি
মন তোমার মাঝে পড়ে রয়।
তোমার মাঝে, তোমার মাঝে পড়ে রয়।
কেটে গেছে সব যেমন শীতের কুয়াশা
হারিয়ে গেছে চাদরে মোড়া দিন।
রাতের কালো দিনের চেয়েও প্রখর ভীষণ লাগে
এক একটা দিন বছর যেমন তুমিহীন।
রেখে দিও সযতনে যদি দেখা নাই হয়
ভেবে নিও আমি তোমাতেই অন্তরীণ।
Kotodur Song Lyrics In English
Kotodur jete chao bolo kotota sima periye
Jano ki tumi moner kache durotto kichu noy
Amar aar kotota bojhabe
jani aajo kotha hesei orabe
Tobu keno jani ami oparog aami
Pore thaki tomar majhe
Tumi je byebodhan bolo
Amar kache taa boddo thunko laage
Hoyto andho bolte paro
Ami tumi chara kichu dekhchi na je
Moner chilekothay premer jhaak
Megher gaaye chokh bone bristir abad