Mayer Ekdhar Dudher Dam Lyrics Details:
Song: Mayer Ekdhar Dudher Dam
Cast: Manna & Anwara
Singer: Khalid Hassan Milu
Lyrics & Music: Ahmed Imtiaz Bulbul
Movie: Bortoman
Director: Kazi Hayat
Production: Jononi Kothachitra
Label: Anupam
Tumi Mor Jiboner Bhabona Lyrics
Mayer Ekdhar Dudher Dam Lyrics:
মা-গো—মা-গো
মায়ের একধার দুধের দাম
কাটিয়া গায়ের চাম
একধার দুধের দাম…
মায়ের একধার দুধের দাম
কাটিয়া গায়ের চাম
পাপোশ বানাইলে ঋণের শোধ হবে না
এমন দরদি ভবে,
কেউ হবেনা আমার মা-গো
এমন দরদি ভবে,
কেউ হবেনা আমার মা-গো
পিতা আনন্দে মাতিয়া সাগরে ফেলিয়া
সেই যে চইলা গেলো,ফিরা আইলোনা
পিতা আনন্দে মাতিয়া সাগরে ফেলিয়া
সেই যে চইলা গেলো,ফিরা আইলোনা
মায়ের ধরিয়া যঠোরে,কতো কষ্ট করে
ধরিয়া যঠোরে—-
মায়ের ধরিয়া যঠোরে,কতো কষ্ট করে
দশ মাস দশ দিন পরে পেলো বেদনা
এমন দরদি ভবে,
কেউ হবেনা আমার মা-গো
এমন দরদি ভবে,
কেউ হবেনা আমার মা-গো
কি বলবো প্রসবের ব্যাথা,
মা বিনে সেই কথা
কেউ তো বুঝবেনা মা-গো
কি বলবো প্রসবের ব্যাথা,
মা বিনে সেই কথা
কেউ তো বুঝবেনা মা-গো
মায়ের টেকিয়া সন্তানের দায়
অকালে মা প্রাণ হারায়
টেকিয়া সন্তানের দায়
মায়ের টেকিয়া সন্তানের দায়
অকালে মা প্রাণ হারায়
কেন সেই মায়ের বক্তি রাখোনা
এমন দরদি ভবে,
কেউ হবেনা আমার মা-গো
এমন দরদি ভবে,
কেউ হবেনা আমার মা-গো
মায়ের একধার দুধের দাম
কাটিয়া গায়ের চাম
একধার দুধের দাম…
THANK YOU