Sat. Sep 23rd, 2023
Megher Palok Lyrics

Megher Palok Lyrics by Shreya Ghosal

Megher Palok Lyrics Song Is Sung by Shreya Ghosal from Natobor Notout Bengali Movie.

Starring: Raima Sen, Prokash Golam Mustafa, Ananya Dutta, Kharaj Mukherjee, Saayoni Ghosh, Kamalika Banerjee And Others. Music Composed by Debojyoti Mishra And Megher Palok Chander Nolok Lyrics In bengali Written by Kamaleshwar Mukherjee.

Song : Megher Palok
Film : Notobor Notout
Vocals : Shreya Ghoshal
Music : Debojyoti Mishra
Lyrics : Kamaleshwar Mukherjee
Director : Amit Sen
Production : Bunch of Buddies Entertainment
Label : Asha Audio

Mone Pore Roby Roy Lyrics (মনে পড়ে রুবি রায়) By Rupankar Bagchi

Megher Palok Song Lyrics In Bengali

মেঘের পালক চাঁদের নোলক
কাগজের খেয়া ভাসছে,
মেঘের পালক চাঁদের নোলক
কাগজের খেয়া ভাসছে,

বুক ধুক-পুক চাঁদপানা মুখ
চিলেকোঠা থেকে হাসছে,
মেঘের বাড়িতে ভেজা ভেজা পায়ে
তা-থই তা-থই বরষা,
কাক ভেজা মন জল থইথই
রাত্তির হোল ফরসা,

আমি তুমি আজ একাকার হয়ে
মিশেছি আলোর বৃত্তে,
মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে ..
মেঘের পালক চাঁদের নোলক
কাগজের খেয়া ভাসছে।।

আলতো পায়ে, ছড়ানো পথ
ভিজে আয়না,
এই শহর আবছা ভোর, টের পায়না।

জল টুপ টুপ পায়ে ছন্দ রাত্তির জুঁই ফুল
ও.. জল টুপ টুপ পায়ে ছন্দ রাত্তির জুঁই ফুল,
হাতে হাত রেখে আলোক সালোক স্বপ্নে মশগুল,
অগোছালো মন, ভেঙ্গেছে শ্রাবন
মেঘ থৈ থৈ ঝর্না ..আ …

আমি তুমি আজ একাকার হয়ে
মিশেছি আলোর বৃত্তে,
মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে ..
মেঘের পালক চাঁদের নোলক
কাগজের খেয়া ভাসছে।।

রঙের দোয়াতে আঁকি বুকি ভোর
এলোমেলো ঘুড়ি কাটছে,
দিন পাল্টায় আলো আলতায়
দুটো মন আজ হাঁটছে,
যত অলি গলি আকুলি বিকুলি
এই পথ চলা কতদূর,

আগুনের আঁচে আনাচে কানাচে
তুমি আর আমি রোদ্দুর,
তুমি আমি তিন সত্যি হয়ে
বাকি সব আজ মিথ্যে,
মম চিত্তে – নৃত্যে – নাচে,
মেঘের পালক চাঁদের নোলক
কাগজের খেয়া ভাসছে।।

মেঘের পালক চাঁদের নোলক লিরিক্স – শ্রেয়া ঘোষাল

Megher palok, chander nolok
Kagojer kheya vasche
Buk dhukupuku chandpana mukh
Chilekotha theke haasche

Megher barite veja veja paye
tathoi tahoi borsha
Kaak veja mon jol thoi-thoi
raatri holo forsha
Ami tumi aaj ekakar hoye

Misechi alor brittey
Momo chittey niti nrittey ke je nache
Alto paaye chorano poth, vije ayna
E sohor abcha bhor teer paay na
Jol tup tup paaye chhondo rattir jui ful

Haate haat rekhe alok-salo sawpne masgul
Ogochalo mon vengeche shrabon
Megh thoi thoi jhorna