Table of Contents
Neshar Bojha Lyrics by Popeye
Neshar Bojha Lyrics Song Is Sung by Popeye from Ja Icche Ta Bengali Album. Lyrics Written by And Music Tune by Popeye. Highligth Keyword is Aj Ami Sob Harano Lyrics
নেশার বোঝা লিরিক্স লিখেছেন পাপিয়া, নেশার বুঝা গানটি যা ইচ্ছে তা এলবামে প্রকাশ করা হয়, আজ আমি সব হারানো লিরিক্স
Song : Neshar Bojha
Album : Ja Icche Ta
Vocal, Tune & Lyrics : Popeye
Label : Agniveena
Edit : Hera Howlader
Ohe Ki Korile Bolo Paibo Tomare Lyrics ( ওহে কি করিলে বলো পাইবো তোমারে) By Borno Chakraborty
Neshar Bojha Song Lyrics In Bengali
স্বপ্ন দেখার খোলা চোখে
হয়না সাহস আর মনে,
করি না কিছু পাওয়ার আশা
ব্যর্থ আমার প্রার্থনারা।
আজ আমি সব হারানো
আমি শূন্যতায় ভেসে হাহাকার দেখি
লাগে ভয়, যেন আমার
দেখা হলনা আলো, সুধায় অন্ধকার..
কেউ বোঝেনি আমায়, চেনেনি তো কেউ
দেখেও কতবার তবু দেখেনি কেউ
মোর সত্য কল্পনা যতো বাস্তবতা মিথ্যে ততো
তাই আমি, বৃষ্টি এলেই
পাহাড়ের চূড়ায় বসে বর্ষায় ভিজি
ভাঙ্গলে মেঘ, পারি যেতেও আকাশ
শুকাতে রোদের তীরে নিজেকে আমি।
ফেরা হলো না ঘরে,
নাহি ফিরলো ঘর দিকে আমার
এসে পথেরই মাঝে,
পেছনে তাকিয়ে ফিরে আবার
হেঁটে যাই আমি খুঁজতে কিছু
আমি আজও জানিনা কিসেরি পিছু,
সাথী রয়, কষ্ট আমার
সে নেয় না তো বিদায়,
দেয় নাতো বিদায় ..
নেয় নাতো বিদায় …
আমি মিথ্যে বলেছি
কতো মিথ্যে বলেছি নিজেকে,
এক রূপকথার মত
বদলে যাবে এই জীবন শেষে …
আজ আমি ছন্নছাড়া
আমি এক দিশেহারা, লুকিয়ে মরি
জানবে না, এ নেশার মায়া
কত যে বড় বোঝা, কত যে বোঝা..
নেশার মায়া, কত যে বোঝা
নেশার মায়া, কত যে বোঝা..
নেশার বোঝা লিরিক্স
Shopno dekhar khola chokhe
Hoyna sahos aar mone
korina kichu paowar asha
bertho amar parthonara
Aaj ami sob harano
Ami shunnotay bhese hahakar dekhi
Laage bhoy jeno amar
Dekha holona aalo sudhay ondhokar
Neshar Bojha Song Lyrics In English
Dreaming with open eyes
I don’t have the courage to think,
Don’t expect to get anything
My prayers failed.
Today I lost everything
I see wailing floating in the void
I feel scared, like me
Light is not seen, darkness is dark ..
No one understood me, no one knew me
No one has seen how many times
My true imagination is as false as reality
So I, when it rains
VG in the rain sitting on the top of the hill
When the clouds break, the sky can go
I myself on the shores of the dry sun.
Didn’t return home,
Nahi returned to my house
In the middle of the road,
Looking back again
As I walk I find something
I still don’t know what to do,
Comrade Roy, my troubles
He doesn’t say goodbye,
Goodbye Nato ..
Goodbye Nato …
I lied
How I lied to myself,
Like a fairy tale
At the end of this life …
Today I am chaotic
I lost my way, hiding and dying
Don’t know, this is the magic of intoxication
How big that burden, how much that burden ..
The illusion of intoxication, how much that burden
The illusion of intoxication, how much that burden ..