Table of Contents
Onek Sadhonar Pore Ami lyrics (অনেক সাধনার পরে আমি) Milu And Kanak Chapa :
Song: Onek Shadhonar Pore
Cast: Shabnur & Riaz
Singer: Khalid Hassan Milu & Kanak Chapa Lyrics & Music: Ahmed Imtiaz Bulbul
Movie: Bhalobasi Tomake
Director: Mohommoad Hannan
Production: Mass Media LTD.
Label: Anupam
Ami Ki Tomay Khub Birokto Korchi Lyrics
Onek Sadhonar Pore Ami lyrics Milu And Kanak Chapa in Bangla:
অনেক স্বাধনার পরে আমি পেলাম তোমার মন
পেলাম খুজে এ ভুবনে আমার আপনজন।
তুমি বুকে টেনে নাও না প্রিয়ো আমাকে
আমি ভালবাসি, ভালবাসি, ভালবাসি তোমাকে।
অনেক স্বাধনার পরে আমি পেলাম তোমার মন
পেলাম খুজে এ ভুবনে আমার আপনজন।
বিধাতা আমাকে তোমার জন্য গড়েছে আপন হাতে
জীবনে মরনে, আধারে – আলোতে থাকবো তোমার সাথে।
তুমি বুকে টেনে নাও না প্রিয়ো আমাকে
আমি ভালবাসি, ভালবাসি, ভালবাসি তোমাকে।
অনেক স্বাধনার পরে আমি পেলাম তোমার মন
পেলাম খুজে এ ভুবনে আমার আপনজন।
জীবনে কখনো ফুরিয়ে যাবে না – আমার ভালবাসা
তোমাকে পেয়েছি – পেয়েছি আবারও বাচার নতুন আশা।
তুমি বুকে টেনে নাও না প্রিয়ো আমাকে
আমি ভালবাসি, ভালবাসি, ভালবাসি তোমাকে।
অনেক স্বাধনার পরে আমি পেলাম তোমার মন
পেলাম খুজে এ ভুবনে আমার আপনজন।
Onek Sadhonar Pore Ami lyrics in English :
After many dimensions,
I found your mind,
I found him in my hurricane.
Do not drag you chewing dear I love,
I love you. After many dimensions,
I found your mind,
I found him in my hurricane.
The widow has made
me for you in my hands,
in the light of the light –
I will be with you.
Do not drag you chewing dear I love,
I love you. After many dimensions,
I found your mind,
I found him in my hurricane.
Never pass into life
– my love has received you –
got new hope to repeat again.
Do not drag you chewing dear
I love, I love you. After many dimensions,
I found your mind, I found him in my hurricane.