Prothom Valolaga Song Details:
Prothom Valolaga Lyrics by Tahsin Ahmed from Buker Ba Pase Bangla Telefilm
Telefilm : Buker Ba Pashe
Singer: Tahsin Ahmed
Lyrics: Anwar HossainAdor
Tune & Music: Tahsin Ahmed
Director : Mizanur Rahman Aryan
Label: Cd Choice
Monta Obaddho Lyrics (মনটা অবাধ্য) Mahtim Shakib
Prothom Valolaga Lyrics In Bangla :
প্রথম দেখে ভালোলাগা, এলোমেলো মন
সময় যেন যাচ্ছে থেমে ভেবে সারাক্ষন
রোদের রঙে যাক মিশে ভালোলাগা সব
তোমায় পেলে আর কিছুই চায় না অনুভব
তুমি এলে যেন অবাক শ্রাবনের সুখ
পলক চোখের যাক থেমে দেখে ঐ মুখ
ভাসলো মেঘে পরান আমার উদাসী মন
কান পেতে শুনতে পাবে বুকের কাঁপন
রেখে আসি পথের মায়া, পায়ে পায়ে বহুদূর
বেঁধে রেখে দুটো ছায়া, আঁকি তবু একই সুর
ছায়া হয়ে আছো কাছে হৃদয় বোঝে সেই টান
কল্পনা জুড়ে আছে এক সুখ সুখ অভিমান
বলা হয়েও হয় না, বলি মন তা শোনে না
তুমি জানো কি না তা জানি না
তুমি এলে যেন অবাক শ্রাবনের সুখ
পলক চোখের যাক থেমে দেখে ঐ মুখ
ভাসলো মেঘে পরান আমার উদাসী মন
কান পেতে শুনতে পাবে বুকের কাঁপন
কি যেন কি আছে লেখা, আবছা তা যায়না পড়া
জেনে যায় এই মন তবু, কোন উপায়ে দিচ্ছে ধরা
কাছে পেয়েও পাই না, দূরত্বটা চাই না
তুমি জানো কি না তা জানি না
তুমি এলে যেন অবাক শ্রাবনের সুখ
পলক চোখের যাক থেমে দেখে ঐ মুখ
ভাসলো মেঘে পরান আমার উদাসী মন
কান পেতে শুনতে পাবে বুকের কাঁপন
প্রথম দেখে ভালোলাগা, এলোমেলো মন
সময় যেন যাচ্ছে থেমে ভেবে সারাক্ষন
নদীর রঙে যাক মিশে ভালোলাগা সব
তোমায় পেলে আর কিছুই চায় না অনুভব
তুমি এলে যেন অবাক শ্রাবনের সুখ
পলক চোখের যাক থেমে দেখে ঐ মুখ
ভাসলো মেঘে পরান আমার উদাসী মন
কান পেতে শুনতে পাবে বুকের কাঁপন
Prothom Valolaga Lyrics by Tahsin :
Prothom Dekhe Valolaga, Elomelo Mon
Shomoy Jeno Jacche Theke Vebe Sarakhon
Roder Ronge Jak Mishe Valolaga Sob
Tomay Pele Ar Kichui Chay na Onubhob
Tumi Ele Jeno Obak Sraboner Sukh
Polok Chokher Jaak Theke Dekhe Oi Mukh
Vaslo Meghe Poran Amar Udashi Mon
Kan Pete Shunte Pabe Buker Kapon
Rekhe Asi Pother Maya, Paye Paye Bohudur
Bedhe Rekhe Duto Chaya, Aki Tobu Eki Sur
Chaya Hoye Acho Kache, Hridoy Bojhe Shei Taan
Kolpona Jure Ache Ek, Sukh Sukh Obhiman
Bola Hoyeo Hoy na, Boli Mon Ta Shone Na
Tumi Jano Ki Na Ta Jani na