Table of Contents
Shey Ki Jane Lyrics By Raz Dee
Shey Ki Jane Lyrics Song Is Sung by by Raz Dee Bengali Song. Shey Ki Janey Obhimane Toke Hasate Lyrics In Bengali Written by Raz Dee.
সে কি জানে অভিমানে তোকে হাসতে গানের কথা লিখেছেন রাজ দী
Song Name : Shey Ki Janey
Singer : RAZ DEE
Mix, Master & Lyrics : RAZ DEE
Music Label : Quantize Music Group
Shey Amare Lyrics ( সে আমারে ) By Ashes
Shey Ki Jane Song Lyrics In Bengali
সে কি জানে আজও তুই কথা বলিস
আমার সাথে মনে মনে প্রতিদিন, বেরঙিন
সে কি তোর কথা ভাবে
আমার মত করে?
তোর চিঠি কি সে পড়ে?
এক মনে মাঝরাতে?
একটু মুচকি হেসে।
তার কাছে চলে যাওয়া সে তো যাওয়া নয়
দেখা হবে স্মৃতির গভীরে
সে কি জানে, অভিমানে তোকে হাসাতে?
সে কি পারে, বুকে ধরে তোকে ভোলাতে?
তোর প্রিয় গান কে গেয়ে শোনাবে?
বল আমার থেকে কে তোকে ভালো জানে?
ইশারাতে খুজে বেড়াই তোকে স্বপনে
তোর নাম ডেকে হেসে ফেলি আনমনে,
কে নিয়ে যাবে তোকে রুপকথার দেশে?
বল আমার থেকে কে তোকে ভালো জানে?
কতদিন হয়ে গেছে দেখিনি তোকে
তোকে মন ডাকে,
ঘুম থেকে উঠে প্রথমে
তোকে দেখে সে প্রতিদিন,
তার কোলে মাথা রেখে কমে যায় কি তোর
ব্যথা, বল না
তবে আয় ফিরে ঘরে
একসাথে শুনবো তোর মনের কথা।
সে কি জানে, অভিমানে তোকে হাসাতে?
সে কি পারে, বুকে ধরে তোকে ভোলাতে?
তোর প্রিয় গান কে গেয়ে শোনাবে?
বল আমার থেকে কে তোকে ভালো জানে?
ইশারাতে খুজে বেড়াই তোকে স্বপনে
তোর নাম ডেকে হেসে ফেলি আনমনে,
কে নিয়ে যাবে তোকে রুপকথার দেশে
বল আমার থেকে কে তোকে ভালো জানে?
যদি মনে পড়ে
জিজ্ঞেস করিস আছি কেমন,
বলবো খুব ভালো
কারণ মিথ্যেটাই আজ বড় প্রিয়।
ঝড়ো মেঘের আকাশ
আর চাই না আমার,
তুই হলি আমার রাতের
এক ঝাঁক তারা।
সে কি জানে, অভিমানে তোকে হাসাতে?
সে কি পারে, বুকে ধরে তোকে ভোলাতে?
তোর প্রিয় গান কে গেয়ে শোনাবে?
বল আমার থেকে কে তোকে ভালো জানে?
ইশারাতে খুজে বেড়াই তোকে স্বপনে
তোর নাম ডেকে হেসে ফেলি আনমনে,
কে নিয়ে যাবে তোকে রুপকথার দেশে
বল আমার থেকে কে তোকে ভালো জানে?
সে কি জানে লিরিক্স
Se ki jane aajo tui kotha bolis
Amar sathe mone mone
Protidin, berogin
Shey ki tor kotha vabe,
amar moton kore?
Tor chithi ki shey pore
ek mone majhrate?
ektu muchki heshe
Tar kache chole jawa se toh jawa noy
Dekha hobe smritir gobhire
Shey ki janey obhimane tokey hasatey
Shey ki parey buke dhore toke bholate
Tor priyo gaan ke geye shonabe
Bol amar theke ke toke bhalo jane
Shey Ki Jane Song Lyrics In English
Does he know you still talk today?
Every day in my mind, Berangin
Does he think of you?
Like me?
Did he read your letter?
Remember one in the middle of the night?
He smiled a little.
Going to him is not going to happen
See you in the depths of memory
Does he know, to make you laugh with pride?
What can he do, to hold you in his arms?
Who will sing your favorite song?
Tell me, who knows you better than me?
Looking for you in a dream
I laugh at your name,
Who will take you to the land of fairy tales?
Tell me, who knows you better than me?
I haven’t seen you for a long time
The mind calls you,
First wake up
She sees you every day,
Put your head on his lap and you will fall
Pain, don’t say
However, the income back home
I will listen to your mind together.
Does he know, to make you laugh with pride?
What can he do, to hold you in his arms?
Who will sing your favorite song?
Tell me, who knows you better than me?
Looking for you in a dream
I laugh at your name,
Who will take you to the land of fairy tales
Tell me, who knows you better than me?
If you remember
How are you?
I would say very good
Because lies are a big favorite today.
The sky of stormy clouds
I don’t want to, anymore.
You are my night
A bunch of stars.
Does he know, to make you laugh with pride?
What can he do, to hold you in his arms?
Who will sing your favorite song?
Tell me, who knows you better than me?
Looking for you in a dream
I laugh at your name,
Who will take you to the land of fairy tales
Tell me, who knows you better than me?