Table of Contents
Tore Banaiya Rai Binodini Lyrics By Pousali Banerjee
Tore Banaiya Rai Binodini Lyrics Is Kirtan This Song Sung By Many Singer.
বাংলা লোকসঙ্গীতের এক গুরুত্বপূর্ণ অংশ জুড়ে আছে রাধা-কৃষ্ণের গল্প। কিছু গানে ফুটে ওঠে তাঁদের মিষ্টি-মধুর প্রণয়ের আভাস, কখনো সেখানে ধরা পড়ে তাঁদের খুনসুটি। মাঝে মাঝে গোপীদের মুখে তাঁদের একসঙ্গে দর্শন করার আনন্দের কথাও শোনা যায়। আর কখনো বিরহের যে যন্ত্রনা রাইকে পীড়িত করে, তা প্রতিবিম্বিত হয় বাংলা গানে। যুগ যুগ ধরে রাধার মনের কথা ব্যথিত করেছে বাংলার কবিদের, এবং তাঁরা সেই কথা তুলে ধরেছেন তাঁদের কথায় ও সুরে। তেমনই একটি মন ছুঁয়ে যাওয়া গান দেলোয়ার আরজুদা শারাফ-এর “তোরে বানাইয়া রাই”।
Song Credits:
Song – Tore Banaiya Rai
Singer- Pousali Banerjee
Produced by – Sainik Dey
Assist- Pankaj
Voice dubbed at- Studio Violina
Mala Kar Lagiya Gathi Lyrics (মালা কার লাগিয়া গাঁথি) By Aleya Begum
Tore Banaiya Rai Binodini Ami Hobo Kala Chan Lyrics
তোরে বানাইয়া রাই বিনোদিনী
আমি হব কালাচান…
তোরে বানাইয়া রাই বিনোদিনী
আমি হব কালাচান…
ওরে প্রেম কলঙ্কের জালা কত রে
ওরে প্রেম কলঙ্কের জালা কত রে
হায়রে করব আমি তার প্রমান
হায়রে করব আমি তার প্রমান
তোরে বানাইয়া রাই বিনোদিনী
আমি হব কালাচান..
ওরে..বানাইব তোরে আমি
ফুলের কুলো বালা…
বুঝাইব কারে বলে..
প্রেম বিচ্ছেদের জ্বালা…
ওরে ..বানাইব তোরে আমি
ফুলের কুলো বালা …
বুঝাইব কারে বলে
প্রেম বিচ্ছেদের জ্বালা…
ওরে..কেমন করে ঘরে রবি রে..
ওরে..কেমন করে ঘরে রবি রে..
হায়রে কেমনে রাখবি কুলমান
হায়রে কেমনে রাখবি কুলমান
তোরে বানাইয়া রাই বিনোদিনী
আমি হব কালাচান..
ওরে..যমুনারই কূলে যখন
বসে কদমতলে…
বাজাইব বাঁশের বাঁশি
রাধা রাধা বলে…
ওরে…যমুনারই কূলে যখন
বসে কদমতলে …
বাজাইবো বাঁশের বাঁশি
রাধা রাধা বলে…
হায়রে বুঝবি তখন প্রেম জ্বালাতন রে
হায়রে বুঝবি তখন প্রেম জ্বালাতন রে
হায়রে কতই কঠিন বিষের বাণ
হায়রে কতই কঠিন বিষের বাণ
তোরে বানাইয়া রাই বিনোদিনী
আমি হব কালাচান
ওরে প্রেম কলঙ্কের জালা কত রে
ওরে প্রেম কলঙ্কের জালা কত রে
হায়রে করব আমি তার প্রমান
হায়রে করব আমি তার প্রমান
তোরে বানাইয়া রাই বিনোদিনী
আমি হব কালাচান
তোরে বানাইয়া রাই বিনোদিনী
আমি হব কালাচান…
Tore Banaiya Rai Binodini Lyrics In Bengali
Tore Banaiya Rai Binodini
Ami hobo kalachan
Tore Banaiya Rai Binodini
Ami hobo kalachan
Ore prem kolonker jala koto re
Ore prem kolonker jala koto re
Hayre korbo ami tar proman
Hayre korbo ami tar proman
Tore Banaiya Rai Binodini
Ami hobo kalachan
Ore banaibo tore ami
Phuler kulo Bala
Bujhaibo kare bole
Prem biccheder jala
Ore kemon kore ghore robi re (2)
Hayre kemone rakhibi kuloman
Tore banaiya Rai ….
Ore jomunare kule jokhon
Bose kodomtole
Bajaibo basher bashi
Radha Radha bole